সারের কৃত্রিম সংকট সৃষ্টি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

হিলিতে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও ক্রয়ের মূল ভাউচার সংরক্ষণ না করায় তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে হিলির বিভিন্ন সারের ডিলারের বিক্রয়স্থল ও গোডাউনে অভিযান চালান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘হিলিতে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন ডিলার ও ব্যবসায়ীরা। খবর পেয়ে বিকালে ডিলারদের বিক্রয়স্থল ও গোডাউনে অভিযান চালানো হয়। কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সার বিক্রি করায় হরিহরপুরের মিজান ট্রেডার্সকে ১০ হাজার, বোয়ালদাড়ের ইলিয়াস ট্রেডার্সকে ১০ হাজার ও হিলি বাজারের মেসার্স জোয়াদ্দার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘ইউরিয়া সারের কেজিপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। এর প্রভাব এখনও বাজারে পড়বে না। কারণ বাড়তি দামের সার এখনও উপজেলায় প্রবেশ করেনি। আগে কেনা সার ৮০০ টাকা দামেই বিক্রি করতে হবে ব্যবসায়ীদের। যখন বাড়তি মূল্যের সার আসবে তখন দাম বাড়বে।’