সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বিজয় পাল শিং বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমানের হাতে মিষ্টি ও ফুল উপহার তুলে দেন। একই সঙ্গে দুই বাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আজ ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিএসএফ আমাদের মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। তবে আজ আমাদের জাতীয় শোক দিবস। এ কারণে আমরা তাদের মিষ্টি উপহার দিইনি। তবে সীমান্তে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালনে দুই দেশের বিভিন্ন উৎসবে বিজিবি-বিএসএফের পক্ষ থেকে একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।’