বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ঢোকানোর সময় আগুন, দগ্ধ ৫

দিনাজপুরের বীরগঞ্জে বড় সিলিন্ডার থেকে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের সময় অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিন জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা কেউই গুরুতর আহত নন।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ পোস্ট অফিস এলাকার মরহুম গাদোল ড্রাইভারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ওই এলাকার জাহিদুল ইসলাম (৩৫), শাহানা (৩২) জয় (১৩), পাঁচ বছরের শিশু সাইদুর ও তিন বছরের শিশু লামিয়া।

জানা গেছে, ওই বাড়িতে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের কাজ হয়। আহতদের মধ্যে এই কাজের জন্য দুজন কর্মচারীও রয়েছেন।

বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, নিজ বাড়িতে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়। আগুন ভয়াবহ আকার ধারণ করায় পাশেই থাকা তারা দগ্ধ হয়। ফায়ার স্টেশনের একদল কর্মী সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।