বাল্যবিয়ে করতে আসা বরের একবছর, কনের মায়ের ৬ মাস কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বাল্যবিয়ে করতে আসা বর নাহিদ হোসেনকে (২২) একবছর ও অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ের আয়োজন করায় কনের মাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ অক্টোবর) দুপুরে হিলির খট্টামাধবপাড়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নাহিদ হোসেন জেলার বিরামপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে। আর কনের মায়ের বাড়ি খট্টামাধবপাড়া ইউনিয়নে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বাল্যবিয়ের আয়োজন চলছে এমন খবর পেয়ে আজ দুপুরে অভিযান চালাই। উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও বর নাহিদ হোসেন ও কনের মাকে আটক করতে সক্ষম হই। কনের কাগজপত্র যাচাই-বাছাই করে তার বয়স ১৫ বছর পাওয়া যায় যা বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী অপরাধ। সেই অপরাধে বরকে একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অপ্রাপ্ত মেয়ের বিয়ের আয়োজন করায় কনের মাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলায় বাল্যবিয়ের সংবাদ পাওয়া মাত্রই অভিযান চালানো হবে। সেই সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।