ভোটারের আঙুলের ছাপ নিয়ে ভোট দেওয়ায় কারাগারে যুবক

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটারের আঙুলের ছাপ নেওয়ার পর গোপন কক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে সুজন মিয়া নামে এক যুবককে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) রজব আলী। 

তিনি বলেন, বুধবার ভোটগগ্রহণ চলাকালে সাঘাটা উপজেলার সন্নাসদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনাধিকার চর্চা করেন সুজন মিয়া নামে এক যুবক। কেন্দ্রের বাইরে থেকে ভোটার ধরে এনে আঙুলের ছাপ নিয়ে নিজেই পছন্দমতো মার্কায় ভোট দেন তিনি। এতে বাধা দেওয়ায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলামের সঙ্গেও তর্কে জড়ান সুজন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনার ওইদিন রাতে প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলাম বাদী হয়ে কেন্দ্রে অনাধিকার প্রবেশ, জাল ভোট দেওয়াসহ কয়েকটি অভিযোগ তুলে সুজন মিয়ার বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা করেন। 

পরিদর্শক রজব আরও জানান, দুপুরে আটক সুজন মিয়াকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সাঘাটা) আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক ফারুক হোসেন শুনানি শেষে সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সুজন মিয়ার বাড়ি সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামে। তিনি ওই গ্রামের সাহিদুল ইসলামের ছেলে। তবে সুজন রাজনৈতিক দলের কোনও পদে নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।