উত্তরে ঘন কুয়াশা, বার্তা দিচ্ছে শীতের

প্রায় এক সপ্তাহ ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে দিনে গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছিল। কিন্তু আজ সকালে দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। আলো জ্বেলে চলছে যানবাহন। ঘাসের ডগা ও ধানের পাতায় জমে আছে শিশির, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে।

বাংলা পঞ্জিকা অনুযায়ী এখন শরৎকাল। দুই দিন পরই হেমন্ত শুরু। এরই মধ্যে পঞ্চগড়ে শীতের আবহ শুরু হয়ে গেছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় হেমন্তের আগেই ঘন কুয়াশার দেখা মিলছে সর্ব উত্তরের এই জেলায়। আজ ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। শহরের তুলনায় গ্রামাঞ্চলে কুয়াশা বেশি পড়ছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে দিনে বেশ গরম আবহাওয়া বিরাজ করছে। কিন্তু শেষ রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কেউ কেউ রাতে কাঁথা-কম্বল জড়িয়ে নিচ্ছেন। মধ্যরাতের পর থেকে হালকা কুয়াশা পড়ছে। সকাল ৮টা পর্যন্ত মাঠ-ঘাট, ঘাসের ডগা, গাছপালা, ধানের পাতায় শিশির জমে থাকছে।

আজ সকালে আলো জ্বেলে চলেছে যানবাহন

শহরের চৌরঙ্গী মোড়ে কথা হয় মোবারক হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘শীতকাল না আসলেও শরতেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। এবার একটু আগেই শীতের আগমন ঘটেছে।’

পথচারী ফারজানা আক্তার বলেন, ‘কুয়াশা ভেজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে ভালোই লাগে। ভোরের মিষ্টি হাওয়ায় অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়।’

বোদা উপজেলা সদরের বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, ‘ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত পঞ্চগড়ে যে আবহাওয়া দেখলাম, সেটি খুবই রোমাঞ্চকর। শীতের যে আমেজটা পাচ্ছি তা অন্য জেলায় এখনও শুরু হয়নি। সকালের যে আবহাওয়া তা উপভোগ্য এবং এক কথায় অসাধারণ।’

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ

শীতের আমেজ উপভোগ করতে ভোরে বাসা থেকে বের হওয়া সাজ্জাদার রহমান জুয়েল বলেন, ‘আমরা এতদিন তীব্র গরমে একটা বৈরী আবহাওয়ার মধ্যে ছিলাম। এখন শীতের আগমনের প্রাক্কালে পঞ্চগড়ে যে আবহাওয়া বিরাজ করছে তা উপভোগ্য। এটা আরামপ্রিয় আবহাওয়া। তবে এখন আরামপ্রিয় আবহাওয়া বিরাজ করলেও কিছুদিন পর তীব্র শীত নামবে, তখন আবার আমরা এই শীত সহ্য করতে পারি না।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ তেঁতুলিয়ায় এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃষ্টি হওয়ার পর কুয়াশার দেখা মিলেছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণেও আগাম কুয়াশা হতে পারে। তবে ধীরে ধীরে কুয়াশা ও শীতের পরিমাণ বাড়বে।