আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও পেঁয়াজের দাম ২৩ টাকায় নেমেছে। একদিন আগে বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ২৫ থেকে ২৮ টাকা দরে বিক্রি হয়। বর্তমানে দাম কমে ২৩ থেকে ২৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আব্দুর রহমান বলেন, গত সপ্তাহে পেঁয়াজের আমদানি যেমন বাড়তি ছিল, তেমনি দামও কমতির দিকে ছিল। কিন্তু এই সপ্তাহের দ্বিতীয় দিন হঠাৎ করে পেঁয়াজের দাম আবারও বেড়ে যায়। অবশ্য দুই দিন পর সেই দাম আবারও কমতে শুরু করে। কমতে কমতে গত সপ্তাহে ২৩ টাকায় নেমেছিল। মাঝে কয়েক দিন বাড়ার পর আবারও পেঁয়াজের কেজি ২৩ টাকায় নেমেছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সম্প্রতি ভারতে নতুন করে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে করে সরবরাহ বাড়ায় ভারতের বাজারেই পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে। এছাড়া বর্তমানে বন্দর দিয়ে মৌসুমের শেষ পর্যায়ের পুরোনো পেঁয়াজগুলো আমদানি হচ্ছে, যার অধিকাংশ ছাল ওঠা। এ কারণে এসব পেঁয়াজের দাম কিছুটা কম রয়েছে। সেই সঙ্গে দেশের বাজারে দেশীয় নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এর ফলে দেশীয় পেঁয়াজের দাম কমতির দিকে রয়েছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আমদানির পরিমাণ কমতে শুরু করেছে। বন্দর দিয়ে বুধবার যেখানে ১৮টি ট্রাকে ৫১৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, সেখানে বৃহস্পতিবার বন্দর দিয়ে মাত্র আটটি ট্রাকে ২৩৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজ সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। শনিবার পুনরায় বন্দর দিয়ে আমদানি শুরু হবে।