হিলিতে জেঁকে বসেছে শীত, বেড়েছে দুর্ভোগ 

দেশের উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুরে উপজেলার হিলিতে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

গত কয়েকদিন ধরে হিলিতে সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। এতে দিনেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে। সেই সঙ্গে হিমেল হাওয়ায় শীতের মাত্রা আরও বেড়েছে। তিনের অধিকাংশ সময় সূর্যের তেমন দেখা মিলছে না। কখনও সূর্যের দেখা মিললেও রোদের প্রখরতা নেই।

দিনমজুর সিদ্দিক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘এই ঠান্ডার মধ্যে সাইকেল নিয়ে আসতে প্রচন্ড ঠান্ডা লাগছে। গা-হাত-পা কাঁপছে। অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। তাই বাধ্য হয়ে এই ঠান্ডার মধ্যে পেটের দায়ে বাড়ি থেকে বের হয়েছি। কাজ না করলে তো আমাদের সংসার চলবে না।’

পথচারী আব্দুর রাজ্জাক বলেন, ‘কয়েকদিন ধরে প্রচন্ড কুয়াশা আর ঠান্ডা পড়ছে। এ কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। শীতে

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, আজ দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ।