নিজে দুর্নীতি করবো না কাউকে করতেও দেবো না: রংপুরের ডিসি

রংপুরের সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেছেন, ‘শতভাগ সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। নিজে দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দেবো না।’

রবিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘আমার কার্যালয়ে কিছু কিছু অনিয়মের খবর পেয়েছি। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার দুই জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।’

তিনি বলেন, ‘সাংবাদিকরা যখন আমার সঙ্গে কথা বলতে আসবেন- আমার দরজা খোলা থাকবে।’

সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা এবং ওয়ান স্টপ সেন্টারে অনিয়ম দুর্নীতির অভিযোগ করে বলেন, ‘সেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। অতিরিক্ত জেলা প্রশাসক পদ মর্যাদাসহ অন্যান্য কর্মকর্তারা নিজেদের প্রভু ভাবেন।’ বিষয়টি দূর করার আহ্বান জানান সাংবাদিকরা।

মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।