ভারত থেকে আসা আলুর দাম পড়ছে কত?

দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আলু আমদানির অনুমতি দেওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নিত্যপণ্যটির আমদানি শুরু হয়েছে। আমদানির ফলে দেশে আলুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা। দেশের বাজারে চাহিদা থাকা ও দাম না কমা পর্যন্ত বন্দর দিয়ে এই পণ্যের আমদানি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টায় ভারত থেকে আসা আলুবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্দর দিয়ে সাত ট্রাকে ১৫৩ টন ৭৪৫ কেজি আলু আমদানি হয়েছে। নিশাত ট্রেডার্স, খান ট্রেডার্স এসব আলু আমদানি করেছে।

মেসার্স খান ট্রেডার্সের প্রতিনিধি মাহবুব আলম জানান, দীর্ঘদিন ধরেই আলু আমদানির কোনও অনুমতি ছিল না। কিন্তু সম্প্রতি আলুর বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠলে সরকার গত ৩০ অক্টোবর আমদানির অনুমতি দেয়। এর পরিপ্রেক্ষিতে আমদানিকারকরা এলসি খুললে আজ প্রথম চালানে বন্দর দিয়ে ভারত থেকে আলু আসে। আর এই আমদানি শুরুর ফলে দেশে আলুর দাম কমে আসে। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এসব আলু আমদানি করা হচ্ছে। প্রতি টন আলু ১০০ থেকে ১৫০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে।

হিলি স্থলবন্দরে আলু আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, আমদানির অনুমতি পাওয়ার পর এলসি খুলে বন্দর দিয়ে আলু আসা শুরু হয়েছে। ভারত থেকে প্রতি কেজি আলু ১৩ থেকে ১৫ রুপি (১৭ থেকে ২০ টাকা) দরে ক্রয় করা হচ্ছে। এর সঙ্গে পরিবহন খরচ ও কেজিপ্রতি শুল্ক রয়েছে সাড়ে তিন টাকার ওপরে। তাতে আমাদের আলু আমদানিতে পড়তা পড়ছে ২৬ থেকে ২৭ টাকার মতো। এতে আমদানি করা আলু ৩০ টাকা দরে বিক্রি করতে পারবো। তবে কাস্টমসে শুল্ক যদি বাড়ে সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। আর ভারত থেকে আমদানির ফলে ইতোমধ্যে আলুর দাম কমে এসেছে। এতে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। সেই সঙ্গে কোল্ডস্টোরেজ মালিকসহ মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙে যাবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, আলু আমদানির অনুমতি চেয়ে হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক আবেদন করেছিলেন। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের ৩০ আমদানিকারক ২৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আজ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। আইপি দেখে মান যাচাই করে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে আলু ছাড়া হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। এ পর্যন্ত সাত ট্রাকে ১৫৩ টন ৭৪৫ কেজি আলু আমদানি হয়েছে। আর আলু যেহেতু কাঁচামাল তাই কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়তে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।