দিনাজপুরে বাসের ধাক্কায় ৪ ভ্যানযাত্রী নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে যাত্রীবাহী বিআরটিসি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খানসামা উপজেলার গোয়ালডিহি প্লানের বাজারের ইসমাইল হোসেনের ছেলে নজরুল ইসলাম নজু (৪৫), গোয়ালডিহি বটতলী এলাকার আজিম উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫০), টেকনাফের হরিখোলা গ্রামের মৃত মংসু চাকমার ছেলে নত্তা ইয়াং চকমা (৫২) ও একই এলাকার মৃত ইশ এসং চাকমার ছেলে সাইঙ্গো চাকমা (৪৫)।

দুঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭-৮ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক বিআরটিসির বাস পুলিশ হেফাজতে রয়েছে।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রানীরবন্দর বাজারে যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল ভ্যানটি। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন।

খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে।