জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট পৌরসভার ডাক বাংলো এলাকায় সুইপার কলোনির পাশে রেললাইনের ওপর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মরদেহ জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়,খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে বিরতি নেয়। ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি জয়পুরহাট স্টেশন ছেড়ে যায়। শহরের মেইন রেলগেট পার হয়ে সুইপার কলোনির সামনে এলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে এক বৃদ্ধের। মুহূর্তেই ট্রেনটির নিচে কাটা পড়ে ওই বৃদ্ধ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে, সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান,সকালে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।