কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোরআন পোড়ানোর অভিযোগে এক যুবককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ওই যুবক কোরআন পুড়িয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। একই দিন রাতেই ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন ওই এলাকার মুসল্লি রঞ্জু মিয়া। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

পুলিশ জানায়, গত শনিবার রাতে গোবিন্দগঞ্জের ধানখুনিয়া এলাকার স্থানীয় একটি মসজিদ থেকে কোরআন চুরি করে নিয়ে ওই এলাকার একটি বাঁশঝাড়ে আগুনে পোড়ায় ওই যুবক। বিষয়টি স্থানীয়রা দেখে ফেলায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় ওই যুবককে আটকের চেষ্টা করে ব্যর্থ হন তারা। স্থানীয়দের সহায়তায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত যুবক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে সজ্ঞানে এমন ঘটনা ঘটায়। গ্রেফতারের পর পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তি আইনে একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’