ডোমারে উদ্বোধন হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ

নীলফামারীনীলফামারীর ডোমার উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হতে যাচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ।যার নামকরণ করা হয়েছে ‘হৃদয়ের স্বাধীনতা’। ২০ লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিসৌধটি শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
স্মৃতিসৌধটির ডিজাইন ও পরিকল্পনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মুক্তশিল্প নির্দেশক ছয় নম্বর সেক্টেরের মুক্তিযোদ্ধা জিএমএ রাজ্জাক। স্থানীয় মুক্তিযোদ্ধা ও ডোমারবাসীর উদ্দেগ্যে ডোমার বহুমুখি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ২০১৪ সালের ২০ নভেম্বর এই স্মৃতিসৌধটি নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
মন্ত্রির সঙ্গে এ সময় সফরসঙ্গী হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া ও সাধারন সম্পাদক আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।
/এআর/