সিলেটে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ

শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে সিলেটে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। গত একমাসে এসব গাড়ি সিলেট ও মৌলভীবাজার এলাকা থেকে জব্দ করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। কারনেট সুবিধার অপব্যবহার করে তিনটি গাড়িতে প্রায় আট কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছেন এসব গাড়ির মালিকেরা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সিলেটে-জব্দ-তিন-গাড়ি

সোমবার দুপুরে সিলেট শুল্ক গোয়েন্দা অফিসে এক সংবাদ সম্মেলনে মইনুল খান বলেন, ‘কারনেট সুবিধার আওতায় প্রবাসী বাংলাদেশি ও পর্যটকদের গাড়ি আনার সুযোগ রয়েছে। এ সুবিধা নিয়ে অনেকে নামি-দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি আমদানি করে সেই গাড়ি অন্যের কাছে বিক্রি করে দেন, যা সম্পূর্ণ বেআইনি।’

মইনুল খান জানান, গত ২২ সেপ্টেম্বর শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদ পেয়ে মৌলভীবাজারের শাহ মোস্তফা মোটরস নামের একটি ওয়ার্কশপে অভিযান চালিয়ে মিতসুবিশি ব্র্যান্ডের ২৯৭২ সিসির কালো রংয়ের একটি জিপ গাড়ি জব্দ করেন। ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিআরটিএ থেকে এ গাড়ির রেজিস্ট্রেশন করা হয়।

তিনি জানান, এর আগে গত ৫ সেপ্টেম্বর একই জেলার পতন গ্রামে অভিযান চালিয়ে নিশান ৩০০ জেড এক্স ব্র্যান্ডের মেরুন রংয়ের জব্দ আটক করা হয়। এ ছাড়া গত ২ সেপ্টেম্বর সিলেটের সুবিদবাজার এলাকার ১২৮ লন্ডনি রোডে অভিযান চালিয়ে জাগুয়ার এস টাইপ ব্র্যান্ডের আরেকটি গাড়ি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

তিনটি গাড়ি সিলেটের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। শুল্ক ফাঁকি দেওয়া গাড়ির বিরুদ্ধে সিলেটে পরিচালিত অভিযানে এ পর্যন্ত সাতটি গাড়ি জব্দ করা হয়েছে। 

শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে গাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মইনুল খান বলেন, ‘গাড়ির মালিকরা চাইলে শুল্ক দিয়ে এসব গাড়ি ফিরিয়ে নিতে পারবেন।’ 

/জেইউ/এবি/আপ-এইচকে/

 পড়ুন: শায়খ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড