ডাকাত ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

হবিগঞ্জহবিগঞ্জ শহরের নোয়াহাটিতে ডাকাত ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই এসআই সহ পাঁচ সদস্য। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই সময় ডাকাত দীপক সরকার ওরফে সাজুকে আটক  করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে সদর মডেল থানার একদল পুলিশ শহরের নোয়াহাটি এলাকার ডাকাত দীপক সরকারে বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দীপকের লোকজন পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে ডাকাত দীপকের লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় ডাকাত দীপকের লোকজনের হামলায় সদর মডেল থানার এসআই মিজানুর রহমান, এসআই সুমন চন্দ্র হাজরা, এএসআই আক্তারুজ্জামন, পুলিশ কনস্টেবল ইয়াসিরসহ পাঁচজন আহত হন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় পুলিশ আহত ডাকাত দীপককে আটক করে। পুলিশি প্রহরায় সদর হাসপাতালে তার চিকিৎসা চলে।

এ ব্যাপারে সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, দীপকের বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রায় ডজন খানেক মামলা রয়েছে। সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনার সঙ্গে সে জড়িত। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর ডাকাত দীপকের সহযোগিরা হামলা করে। এতে পাঁচ পুলিশ আহত হয়।

আরও পড়ুন:
মামলায় অগ্রগতি নেই, আশার আলো দেখছে না তনুর পরিবার

/বিটি/