হিযবুত তাহরীর সদস্য শাবি’র ছাত্র ১০ দিনের রিমান্ডে

সিলেটসিলেটে গ্রেফতার হিযবুত তাহরীর সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র আব্দুল্লাহ জুবায়ের মুক্তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের মূখ্য বিচারক সাইফুজ্জান হিরো তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক অনুপ কুমার চৌধুরী গ্রেফতার হিযবুত তাহরীর সদস্য জুবায়েরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।

তিনি আরও জানান, জুবায়ের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি হিযবুত তাহরীর সক্রিয় কর্মী। সিলেটে দীর্ঘদিন থেকে  তিনি কার্যকম চালিয়ে আসছেন। তার বাড়ি নাটোরের কারাইগ্রাম থানার কালিকাপুর গ্রামে।

উল্লেখ্য, সোমবার রাতে নগরীর কাজলশাহ থেকে হিযবুত তাহরীর সদস্য আব্দুল্লাহ জুবায়ের মুক্তাকে ১৬টি লিফলেটসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সন্ত্রাস দমন আইনে মামলা করেন পুলিশ পরিদর্শক অর্জুন চৌধুরী।

/বিটি/