সিলেটে জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তাকে দুদকের নোটিশ

দুদকসিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (নেজারত) তানভীর আল নাসীফকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টায় দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল এ নোটিশ দেন।

দুদক সিলেটের সহকারী পরিচালক বাংলা ট্রিবিউনকে জানান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (নেজারত) তানভীর আল  নাসীফকে সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, ‘দুদক থেকে কোনও নোটিশ পাইনি।’ একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

দুদক সূত্রে আরও জানা যায়, সম্প্রতি সিলেট উপশহরের এক ব্যক্তি ডিসি, এডিসি ও এনডিসির বিরুদ্ধে দুদক কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে তাদের বরাবর নোটিশ পাঠানো হয়। এতে তাদের সম্পদের হিসাব আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে দুদকের সিলেট কার্যালয়ে দাখিল করার জন্য বলা হয়। দুদকে দাখিলকৃত অভিযোগে জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন নামে কয়েকটি ফ্ল্যাট ক্রয়, এলআর ফান্ডের টাকা লুটপাট এবং দুর্নীতির মাধ্যমে জলমহাল, বালুমহাল, পাথর কোয়ারি, হাট ইজারা দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসক ও এনডিসির বিরুদ্ধে সিলেট সার্কিট হাউসের বরাদ্দকৃত টাকা লুটপাটের অভিযোগ করা হয়। জেলা প্রশাসকের এসব দুর্নীতির কাজে অতিরিক্ত জেলা প্রশাসক সহযোগিতা করেন বলেও অভিযোগ আনা হয়।

/বিটি/