ভূমিকম্পে শ্রীমঙ্গলে হেলে গেছে ভবন, জমিতে ফাটল

 

হেলে গেছে হোটেল সন্ধ্যার আবাসিক ভবনভূমিকম্পে মৌলভীবাজার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পে শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকায় হোটেল সন্ধ্যা আবাসিক ভবন হেলে গেছে। কমলগঞ্জ উপজেলার শতাধিক ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। নবনির্মিত অডিটোরিয়াম ভবন দেবে গেছে এবং ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

এছাড়াও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ও ফসলি জমি ফেটে গিয়ে পানি উপরে উঠে আসে।
উপজেলার শমসেরনগর বাজারে একটি তিনতলা রেস্টুরেন্টে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কুমড়াকাপনসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে।

নবনির্মিত অডিটোরিয়াম ভবনের বিভিন্ন অংশে ফাটলকমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল কমলগঞ্জের খুবই কাছে হওয়ায় কমলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উপজেলার সব অংশের খবর এখনও জানা যায়নি।

কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান জানান, ভূমিকম্পে উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ সম্ভব হয়নি।

তিনি বলেন, বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে উপজেলা প্রশাসন ও পরিষদ একসঙ্গে কাজ করে যাচ্ছে।
পৌরসভা মার্কেটে ফাটলএদিকে, শ্রীমঙ্গল কলেজ, মুক্তি গ্লাস হাউসে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের সময় থাই গ্লাস পড়ে  ভেঙে যায়। তাছাড়া শহরের নতুন বাজার এলাকায় হোটেল সন্ধ্যা আবাসিক হেলে গেছে। পৌরসভামাকেটের ভবনে ফাটল দেখা দিয়েছে। এছাড়া শহরতলী আবাসিক এলাকায় শতাধিক বিল্ডিংয়ে ফাটলের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ভূ-কম্পনের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাশা কমলগঞ্জ উপজেলা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

/বিটি/