সিলেট সিটি করপোরেশনের ২ কাউন্সিলর সাময়িক বরখাস্ত





সিলেট সিটি করপোরেশনসিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মহানগরীর কোতোয়ালি থানার একটি মামলায় আদালতে অভিযোগপত্র জমা হওয়ার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার (৮ ফ্রেবুয়ারি) উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত দুটি স্মারকে কাউন্সিলর শামীম ও হাসুকে সাময়িক বরখাস্ত করা হয়।


সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাসু ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর শামীমের বিরুদ্ধে দায়েরকৃত সিলেট মহানগরীর কোতোয়ালি থানার জিআর মামলা নং-৩৬০/২০১২ এর অভিযোগপত্র বিজ্ঞ আদালতে জমা হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্ত করার বিধান রয়েছে। যার কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তা অবগতির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুলিপি সিলেটের জেলা প্রশাসক ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ সরকারের বিভিন্ন দফতরে পাঠানো হয়। সিসিকের একটি সূত্র জানায়, মঙ্গলবার (১৪ ফ্রেবুয়ারি)দুপুরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি গণমাধ্যমকে জানানো হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীব বলেন, দুজন কাউন্সিলেরর বরখাস্তের বিষয়টি সম্পর্কে এখনও কোনও পত্র পাইনি।

সিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান, এ ধরনের কোনও পত্র এখনও পাইনি।
সিলেট সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু জানান, মন্ত্রণালয় থেকে বরখাস্ত করার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং এ সংক্রান্ত কোনও পত্রও তিনি পাননি।
/এআর/