সেপটিক ট্যাংক থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

Habiganj Arms Recovery Pic.jpegহবিগঞ্জের মাধবপুরের একটি সেপটিক ট্যাংক থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭টি পেট্রোল বোমা ও ৫৩টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে এসব বোমা ও ককটেল উদ্ধার করা হয়।

বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাত হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই গ্রামের সুজন মিয়ার বাড়ির একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৩টি ককটেল ও ২৭টি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ককটল ও পেট্রোল বোমাগুলো মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেনন জানান, উদ্ধারকৃত ককটেল ও পেট্রোল বোমা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, ধারণা করা হচ্ছে, বিগত সময়ে দেশে জামায়াত-বিএনপির আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির জন্য এসব বোমা এখানে মজুত রাখা হয়েছিল।

বিয়ষটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি মোক্তাদির হোসেন।

/এমডিপি/