সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ১৪৪ ধারা জারি

24-03-17-Sylhet_JMB-4সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির ‘ জঙ্গি আস্তানা’ আতিয়া মহলের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে বিস্ফোরণের ঘটনার পর ওই আদেশ জারি করা হয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম থেকে জানা গেছে।

মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম জানানো হয়, দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, পাড়াইরচক থেকে পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ও জোটবদ্ধভাবে চলাফেরা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

24-03-17-Sylhet_JMB-5 (2)দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, ওইসব এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ওই এলাকার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও তাদের বাহন ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে পারবে না। এ ছাড়া সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ও দলবদ্ধভাবে চলাফেরা না করার জন্য আদেশ জারি করা হয়েছে।

/বিএল/

আরও পড়ুন:

অভিযান চলছে, থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ