এখনও দুই জঙ্গির লাশ আতিয়া মহলে

আতিয়া মহলসেনাবাহিনীর প্যারা-কমান্ডোদের অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে দুই জনের লাশ এখনও ‘আতিয়া মহলে’ পড়ে আছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সিলেটের পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। বোমা নিষ্ক্রিয়করণ টিম ঘটনাস্থলে না পৌঁছায় লাশ দুটি সরানো যাচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ‘আতিয়া মহলে আরও দুই জঙ্গির লাশ পড়ে রয়েছে। এখনও বোম্ব ডিসপোজাল টিম এসে পৌঁছায়নি। যার কারণে নিহত জঙ্গিদের উদ্ধার করতে সময় লাগছে। ওই এলাকাটি পুরো নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ। এছাড়াও ১৪৪ দ্বারা বহাল রয়েছে।’

উল্লেখ্য ২৪ মার্চ থেকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহল নামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। অপারেশন টোয়াইলাইটে চার জঙ্গি মারা যায়। তার মধ্যে এক নারীও ছিল। নারীসহ আরেক পুরুষ জঙ্গির লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযান চলার সময়ই পাঠানপাড়ায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। দুটি বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন মারা যায়।

এদিকে মৌলভীবাজারের দুটি আস্তানার একটিতে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষ টিম সোয়াটের সদস্যরা। কুমিল্লায়ও একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ।

/এফএস/  

আরও পড়ুন- ডিএনএ পরীক্ষার জন্য জঙ্গি মুসার মা সিলেটে