হবিগঞ্জে নতুন করে নদী ভাঙন, তলিয়ে গেছে জমির ফসল

IMG_20170423_143741হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে লাখাই উপজলার খোয়াই নদীর ভাঙনের পর থেকে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। অপরদিকে বানিয়াচংয়ের উজান থেকে নেমে আসা পানিতে লাখাই উপজেলার পৈলারকান্দি এলাকার জমির ফসল তলিয়ে গেছে। পানি বাড়তে থাকায় কৃষকরা জমির আধাপাকা ধান কাটত শুরু করছে।

সোমবার (২৪ এপ্রিল) লাখাই উপজেলার অংশ খায়াই নদী ভাঙনের পর ১০ হাজার হক্টর জমির ধান তলিয়ে যাওয়ার পর নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। লাখাই সদর, বুল্লা, তেঘলিয়াসহ বেশ কয়েকটি এলাকায় নতুন করে প্লাবিত হচ্ছে। তবে অধিকাংশ জমি পানির নিচে তলিয়ে যাওয়ার পর কৃষি বিভাগের কোনও কর্মকর্তা এলাকায় না যাওয়ায় ক্ষাভ প্রকাশ করেন কৃষকরা।

FB_IMG_1493040884493অপরদিকে বানিয়াচং উপজলার পৈলারকান্দি এলাকায় উজান থেকে নেমে আসা পানিতে আরও নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে কৃষকরা বাধ্য হয়ে আধাপাকা ধান কাটত শুরু করছে।

চলতি বছর জেলায় ১ লাখ ১৬ হাজার ৫১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল তবে ইতোমধ্যে জেলায় ৬৫ হাজার জমির ফসল তলিয়ে গেছে।

হবিগঞ্জ কৃষি অধিদফতরের উপ পরিচালক ফজলুর রহমান জানান, যে সব এলাকা নতুন করে প্লাবিত হয়েছে সেগুলো তালিকা করা হবে।

/এআর/