লাউয়াছড়া বন গবেষণা কার্যালয়ের সামনে থেকে গাছ চুরি

আগর গাছ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন গবেষণা কেন্দ্রের সামনে থেকে আগর গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। শুক্রবার ভোর রাতে দিকে গাছটি চুরি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র সিলভিকালচার রিসার্চ বিভাগের ফরেস্ট অফিসার জুনায়েদ আহমেদ।

ফরেস্টে অফিসার জুনায়েদ আরও জানান, চুরি হওয়া আগর গাছটির দৈর্ঘ্য পাঁচ ফুট ও উচ্চতা ১৫ ফুট ছিল। লাউয়াছড়ার গাছ রক্ষার দায়িত্ব আমাদের না। আমাদের কাজ হল বন নিয়ে গবেষণা করা। গাছটি কাটার সময় আমাদের সিলভিকালচার রিসার্চে নিয়োজিত মনির হোসেন ও আতাউর রহমান সঙ্গে সঙ্গে বিট অফিসারের কার্যালয়ে গিয়ে তাকে বিষয়টি জানায়। কিন্তু বিট অফিসার কোনও পদক্ষেপ নেননি। তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

আগর গাছের ডাল কেটে নিয়ে গেছে চোরেরা

এ অভিযোগ অস্বীকার করে লাউয়াছড়া বিট অফিসার অফিসার মো. আনোয়ার হোসেন বলেন,‘আগর গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়েছি। চোররা গাছ নিয়ে খাসিয়া পল্লীর দিকে পালিয়ে গেছে। আমি ১৫ দিন পর ওই রাতেই একটু ঘুমিয়ে ছিলাম। লাউয়াছড়ার বনপ্রহরীদের ওপর বিশ্বাস রাখতে পারছি না। কারণ তাদের কারণে লাউয়াছড়ায় গাছ চুরি আরও বাড়ছে। আমার মনে হয়, আমি কোন দিকে যাই, কি করি সব কিছু চোরদের তারা জানায়। চুরি হওয়া গাছ উদ্ধারের জন্য অভিযান চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: মানিকগঞ্জে দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার