মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে লোক সরিয়ে নিতে প্রশাসনের মাইকিং

মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে লোক সরিয়ে নিতে প্রশাসনের মাইকিং (ছবি-মৌলভীবাজার প্রতিনিধি)

অতিবৃষ্টির কারণে মৌলভীবাজারের সাতটি উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সারাদিন মাইকিং করা হয়।

গত ১৩ জুন ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে রাঙ্গামাটি, চট্রগ্রাম ও বান্দরবানের বিভিন্ন এলাকায় শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পর  মৌলভীবাজার জেলার সবকটি উপজেলায় প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মাইকিং করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড় ও টিলায় অবস্থানকারীদের অবস্থা সরেজমিন পরিদর্শন করা হয়েছে বলে জানান মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো.তোফায়েল ইসলাম।

তিনি আরও জানান, জুড়ী,বড়লেখা,শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ ৭টি উপজেলার পাহাড় ও টিলায় যে সব মানুষ রয়েছে, তাদের সরিয়ে নিতে প্রত্যেক উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কে নির্দেশ দেওয়া হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: রাঙ্গামাটিতে নিহত সেনা সদস্য চঞ্চলকে সামরিক মর্যাদায় দাফন