হাকালুকি পাড়ের অর্ধশত গ্রাম প্লাবিত, ২৫ হাজার মানুষ পানিবন্দি

হাকালুকি হাওর পাড়ের বন্য পরিস্থিতি (ছবি- মৌলভীবাজার প্রতিনিধি)

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের পানি বেড়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাওরপাড়ের সুজানগর, তালিমপুর, বর্ণি ও দাসের বাজার ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবদুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা পরিস্থিতির সম্পর্কে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। ত্রিশটি পরিবার নিরাপদে বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে।’

জানা গেছে, ঘরে পানি উঠায় সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালিমপুর ইউনিয়নের হাকালুকি উচ্চবিদ্যালয়, দ্বিতীয়ারদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে প্রায় ৩০টি পরিবারকে আশ্রয় নিতে দেখা গেছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, পানি উঠায় সুজানগর ইউনিয়নের দশঘরি, রাঙ্গিনগর, বাড্ডা, ঝগড়ি, পাটনা, ভোলারকান্দি, উত্তর বাঘমারা, তালিমপুর ইউনিয়নের হাল্লা, ইসলামপুর, কুটাউরা, বাড্ডা, নুনুয়া, পাবিজুরি, শ্রীরামপুর, মুর্শিবাদকুরা, পশ্চিম গগড়া, পূর্ব গগড়া, বড়ময়দান, গাগড়াকান্দি, তেলিমেলি, গোপালপুর, হাউদপুর,বর্ণি ইউনিয়নের পাকশাইল, সৎপুর, কাজিরবন্দ, নোওয়াগাঁও, উজিরপুর এবং দাসেরবাজার ইউনিয়নের চানপুর, অহিরকুঞ্জি, উত্তর বাগীরপাড়, দক্ষিণ বাগীরপাড়, পানিশাইল, ধর্মদেহী, চুলারকুড়ি, কোদালী, ধলিরপাড়, নেরাকান্দি, মাইজমজুড়ি, মালিশ্রী গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

মৌলভীবাজারের হাওর পাড়ের বন্যা পরিস্থিতি ( ছবি- মৌলভীবাজার প্রতিনিধি)

তালিমপুর ইউনিয়নের হাকালুকি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বড়ময়দান গ্রামের কামাল হোসেন, মুর্শিবাদকুরা গ্রামের জাকির হোসেন, বাবুল উদ্দিনসহ কয়েকজন জানান, অকালবন্যায় আগে ধান ও মাছ মারা গেছে। এখন পানি বাড়ায় আবার নতুন করে দুর্ভোগে পড়েছি।

বড়ময়দান গ্রামের বাসিন্দা জিতেন্দ্র বিশ্বাস বলেন, ‘বন্যার পানিতে ঘর অর্ধেক ডুবে গেছে। বউ-বাইচ্চারে শ্বশুরবাড়ি পাঠাই দিছি। নিজে অন্যের বাড়িত আশ্রয় নিয়েছি।’

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন,‘ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হবে।’

/জেবি/

আরও পড়তে পারেন: বড়লেখায় টিলাধসে ১০ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন