সিটি করপোরেশনের গাড়ি গায়েব: তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ

a7a59b4d51f286243217cb82e356c90d-59f75e4ec14edসিলেট সিটি করপোরেশনের তিনটি অকেজো গাড়ি গায়েব হওয়ার ঘটনায় আদালতে দাখিলকৃত পুলিশের প্রতিবেদন পর্যালোচনা করে আদালত মেয়র আরিফুল হক চৌধুরীকে এক সাপ্তাহের মধ্যে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিলেট মহানগর চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
আদালতের নির্দেশে কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনুচন্দ্র গত নভেম্বর মাসে প্রতিবেদন দাখিলের পরপরই আদালতে সাধারণ ডায়েরি প্রত্যাহার করার জন্য আবেদন জানান করপোরেশনের পরিবহন শাখার উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জাবেরুল ইসলাম। আদালত সিটি করপোরেশনের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগামী ২০ ডিসেম্বর আদালতে এ বিষয়ে শুনানি হবে।
আদালতের সহকারী কৌঁসুলী মাহফুজুর রহমান জানান- সিটি করপোরেশনের অকেজো গাড়ি নিখোঁজের ঘটনায় দায়েরকৃত সাধারণ ডায়েরির শুনানি মঙ্গলবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে দেওয়ার জন্য এক সাপ্তাহের সময় দেন মেয়রকে।


বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) নেহার রঞ্জন জানান, আদালত সিটি করপোরেশনের মেয়রকে তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী এক সাপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন। জিডি প্রত্যাহারের আবেদনটি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আদালত সিদ্ধান্ত নেবেন।

এর আগে, সোমবার (৩০ অক্টোবর) ‘সিলেট সিটি করপোরেশনের তিনটি গাড়ি গায়েব, থানায় জিডি’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট মহলের টনক নড়ে। পরে বুধবার (১ নভেম্বর) ‘সিসিকের গাড়ি গায়েব: জিডি করে ভুলে যান কর্মকর্তা’ এবং শুক্রবার (৩ নভেম্বর) ‘সিসিকের গাড়ি গায়েব: অবশেষে জিডির তদন্তে নামলো পুলিশ’ শিরোনামে বাংলা ট্রিবিউনে আরও দু’টি সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সিলেট সিটি করপোরেশনে সাড়া পড়ে যায়। পরে এই ঘটনায় গঠিত হয় তদন্ত কমিটি।