হাওরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন পানিসম্পদমন্ত্রী

আনোয়ার হোসেন মঞ্জুদুই দিনের সফরে সুনামগঞ্জে আসছেন পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে তিনি সুনামগঞ্জে আসবেন।  শুক্রবার ও শনিবার সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলো পরিদর্শন  ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। একইসঙ্গে জেলার হাওরসহ চলমান প্রকল্প সমূহের সর্বশেষ অবস্থা নিয়ে পাউবো ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন মন্ত্রী।

মন্ত্রীর একান্ত সচিব স্বাক্ষরিত সফর সূচি থেকে এসব তথ্য জানা গেছে। সূচিতে জানানো হয়েছে, মন্ত্রী স্পিডবোটে করে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর, গজারিয়া ক্লোজার, হালির হাওরের লক্ষ্মীপুর ক্লোজার, ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরের মুহিনিপুরের ঢালা, সদর উপজেলার জোয়াল ভাঙ্গা হাওরের নিয়ামতপুর বাঁধ, বিশ্বম্ভরপুর উপজেলার হালির হাওরের কোপা গাঙ পরিদর্শন করবেন। এসময় সফরসঙ্গী হিসেবে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভুইয়া বলেন, ‘নবনিযুক্ত পানিসম্পদমন্ত্রীর সুনামগঞ্জ সফর সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে পাউবো। এটা পানিসম্পদমন্ত্রী হিসেবে সুনামগঞ্জে ওনার প্রথম সফর।’