সিলেটে পাথর কোয়ারিতে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

সিলেটসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করার সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান স্থানীয়রা। 

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের হযরত আলীর ছেলে মতিউর রহমান (৩৩) এবং একই এলাকার আসকর আলীর ছেলে রুহুল (২৪)। 

কোম্পানীগঞ্জ থানা ওসি (তদন্ত) দিলিপ নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোয়ারি খুড়ে পাথর উত্তোলনের সময় দুই জন নিহত হয়েছেন। তারা গর্তের পাড় ধসে নিচে পড়ে গিয়ে নিহত হন। পুলিশ লাশ থানায় নিয়ে এসেছে।’

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম (গণমাধ্যম) বলেন- এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ  অভিযান চালিয়ে শ্রমিকদের প্রধান রউফ মিয়াকে আটক করেছে। কোয়ারির মালিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ ও তার সহপাঠীদের  বেশ কয়েকজনের নামও পুলিশ পেয়েছে। তাদের  আটক করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।’