আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ফয়জুরের বাবা

ফয়জুর ওরফে ফয়জুল

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসান ওরফে ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ‍বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে তিনি এ জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘পাঁচ দিনের রিমান্ড শেষে ফয়জুরের বাবা মাওলানা আতিকুর রহমানকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ সময় তিনি ফয়জুর সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন।’ এর বেশি তিনি কিছু বলতে রাজি হননি।

এর আগে গত রবিবার (১১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম একই আদালতে ফয়জুলের মা, বাবা ও মামাকে সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ফয়জুলের মা মিনারা বেগমের দুই দিন, বাবা মাওলানা আতিকুর রহমানের পাঁচ দিন এবং মামা ফজলুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত মঙ্গলবার (১৩ মার্চ) মিনারা বেগমকে দুদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী ফয়জুল। হামলার পরপরই ফয়জুরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। হামলার দিন রাতেই ফয়জুলের বাড়ি থেকে তার মামা ফজলুর রহমানকে আটক করা হয়। এছাড়া তাদের গ্রামের বাড়ি থেকে আটক করা হয় তার এক চাচাকে। ৪ মার্চ রাতে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে ফয়জুলের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগমকে আটক করা হয়।

আরও পড়ুন: দেশের ১২৫ জঙ্গি সংগঠনের গডফাদার তারেক রহমান: হানিফ