সিলেটে আগুনে দগ্ধ একজনকে ঢাকায় নেওয়া হচ্ছে

আগুনে দগ্ধ বাবুল মিয়াকে ঢাকায় নেওয়া হচ্ছেসিলেটের গোলাপগঞ্জে আগুনে দগ্ধ বাবুল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে রবিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।

আগুনের ঘটনায় তার স্ত্রী অন্তঃসত্ত্বা তাহমিনা বেগম (৩০) ও ছেলে তাহসিন আহমদের (২) মৃত্যু হয়েছে।

দগ্ধ বাবুল মিয়া সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানধীন খালের মুখ গ্রামের বাসিন্দা।  তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে লক্ষণাবন্দ গ্রামে (টিল্লাবাড়ি) লয়লু মিয়ার কলোনিতে বাস করছেন। তিনি আচারের ব্যবসা করতেন বলে জানা গেছে।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. দেবপদ রায় বলেন, ‘দগ্ধ বাবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি শঙ্কামুক্ত হলেও তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে।’

প্রসঙ্গত, রবিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বজ্রপাতের পর গ্যাসের রাইজার থেকে লয়লু মিয়ার কলোনিতে আগুন লাগে। এতে মা ও শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:


সিলেটে আগুনে মা ও শিশুসহ নিহত ৫