ধান ক্রয় ও বজ্রাঘাতে মারা যাওয়াদের সহায়তার দাবিতে মানববন্ধন

Sunamgonj pic 12-05-18সুনামগঞ্জে হাওরাঞ্চলের কৃষকদের ধান ন্যায্যমূল্যে ক্রয় করা এবং বজ্রাঘাতে মারা যাওয়া কৃষকদের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে মানববন্ধন হয়েছে। ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।

শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’কমিটির সভাপতি বজলুল মজিদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন সেন রায়,সাংগঠনিক সম্পাদক শালেহীন শুভ, কৃষক আব্দুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, সরকারিভাবে কৃষকের ধান ক্রয় করার এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এজন্য এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অর্ধেকমূল্যে ধান ক্রয় করছে। এতে কৃষকরা ধানে সঠিক মূল্য পাচ্ছে না। এছাড়া গত কয়েকদিনে হাওরাঞ্চলে বজ্রাঘাতে যেসব কৃষক প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে এখনও সরকারিভাবে কোনও সহায়তা দেওয়া হয়নি। অবিলম্বে কৃষকদের এ দাবি মেনে নিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

তারা আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড ফসল রক্ষা বাঁধ নির্মাণের মেশিন দিয়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণ করে শ্রমিকের বিল দেখিয়ে কোটি টাকা লুটপাটের পাঁয়তারা করছে।