আস্ত ছাগল গিলে খেয়েছে অজগর

ছাগল গিলে খাওয়া অজগরমৌলভীবাজার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন লিচুবাড়ী এলাকায় প্রায় ১০ কেজি ওজনের একটি আস্ত ছাগলকে গিলে খেয়েছে বিশাল আকৃতির এক অজগর। মঙ্গলবার (১৫ মে)বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে প্রায় ১৩ ফুট লম্বা একটি অজগর প্রায় ১০ কেজি ওজনের ছাগলটিকে গিলে ফেলে।এরপর  উপস্থিত  লোকজন অজগরটিকে লাঠি দিয়ে আঘাত করলে সেটা কিছুটা আহত হয়। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডশনের পরিচালক সজল দেব বলেন, বন বিভাগের  (বন্যপ্রাণী) ডিএফও’র সঙ্গে কথা হয়েছে। অজগর সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।