সিলেটে পাঠানটুলায় সংঘর্ষ, কিছু সময় বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু

পাঠানটুলা কেন্দ্রসিলেট নগরীর পাঠানটুলা এলাকায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এমএ)  মাদরাসা কেন্দ্রে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে সংর্ষের কারণে কিছু সময় ভোটগ্রহণ বন্ধ ছিল।  সোমবার (৩০ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

প্রিজাইডিং অফিসার জামিল আহমেদ বলেন, ‘এখন ভোটগ্রহণ চলছে’।

পাঠানটুলা কেন্দ্রএর আগে সিলেটের শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল (এমএ) মাদরাসা পাঠানটুলা কেন্দ্রে জামায়াত ও বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। মহানগর ছাত্রলীগের সভাপতি রোমানের নেতৃত্ব এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে।  বর্তমানে কেন্দ্রটি ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে।

পাঠানটুলা কেন্দ্রঅভিযোগের বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি রোমান বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। সিলেটে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে।’

আরও খবর: 

রাজশাহীতে ইসলামীয়া কলেজ কেন্দ্রে ব্যালট পেপার শেষের অভিযোগ