নির্বাচন কমিশন প্রমাণ করেছে তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব: কামরান

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বদর উদ্দিন আহমদ কামরানসিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) প্রমাণ করেছে তাদের দ্বারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সব ক্ষমতার অধিকারী হয়েও দায়িত্ব পালনে তারা কোনও ধরণের গাফিলতি করেনি। অন্যায়কে প্রশ্রয় দেয়নি। এজন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

শনিবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সিটির ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কামরান বলেন, ‘গত ৩০ জুলাই আমরা দেখেছি কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ওই সময় কতিপয় ব্যক্তি নির্বাচনের পরিবেশে নষ্ট করার ষড়যন্ত্র করেছে। এমনকি তারা কোথাও কোথাও উচ্ছৃঙ্খলতা করেছে। তবে ইসি প্রমাণ করেছে তারা সব ক্ষমতার ঊর্ধ্বে কাজ করে।’

আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী আরও বলেন, ‘সিলেট সিটি নির্বাচনে যে বিজয়ী হবেন তাকে আমি অভিনন্দন জানাবো। দল মতের ঊর্ধ্বে উঠে এই সিলেটকে একটি আদর্শ নগর হিসেবে বাংলাদেশ তথা বিশ্বের কাছে একটি মডেল নগরী হিসেবে তুলে ধরতে চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরান বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১৭টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের বিষয়ে আমি নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কমিশন থেকে আমাকে এবিষয়ে কিছুই জানানো হয়নি।’