বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-সাচনার সড়ক যোগাযোগ বন্ধ

সুনামগঞ্জসুনামগঞ্জ-সাচনা সড়কের শালমারা বেইলি ব্রিজ ভেঙে সুনামগঞ্জের সঙ্গে সরাসরি সাচনা বাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হওয়ায় ভাটি এলাকার বৃহত্তম সাচনা বাজারের ব্যবসায়ীদের যাতায়াত ও মালামাল পরিবহন সংকটে পড়েছে।
সাচনা বাজারের ব্যবসায়ী রণধীর পাল বলেন, এ সড়ক দিয়ে ভৈরব নরসিংদী, সিলেটের কালীঘাট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাজারের ব্যবসায়ীরা মালামাল পরিবহন করেন। সেতুটি ভেঙে যাওয়ায় মালামাল পরিবহন বন্ধ হয়ে পড়েছে।
সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম বলেন, ‘রবিবার সন্ধ্যায় সেতুটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত মালবোঝাই ট্রাকের লোডের কারণে সেতুটি ভেঙে যায়।’
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘সড়ক বিভাগের একটি টেকনিক্যাল টিম সেতুটি পরিদর্শন করেছে। তাদের মতামত পাওয়ার পর দ্রুত সেতু তৈরি কাজ শুরু করা হবে।’