সিলেটে বিভিন্ন মামলার ৭৩ আসামি কারামুক্ত

কারামুক্ত আসামিরাসিলেটে বিভিন্ন মামলায় ৭৩ আসামি  মুক্তি পেয়েছেন। আগামীকাল সোমবার আরও ৬৯ আসামিকে মুক্তি দেওয়া হবে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার সন্ধ্যায় আদালত থেকে ১৪২ জনের মুক্তি দেওয়ার আদেশ আসে। সব প্রক্রিয়া সম্পন্ন করে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে রাত সাড়ে ৯টায় ১৪২ জনের মধ্যে ৭৩জনকে মুক্তি দেওয়া হয়। এরমধ্যে সাত জন নারী ছিলেন। বাকিদের আগামীকাল সোমবার সকাল ১০টায় মুক্তি দেওয়া হবে। ১৪২ জনের মধ্যে মহানগর পুলিশ অ্যাক্ট আইন, ছিনতাই ও চুরি মামলার আসামি রয়েছে। এদের অনেকেই দোষ স্বীকার করেছে। অনেকের সাজা ভোগ শেষ হয়েছে।’

সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া বদরুল ইসলাম বলেন, ‘আমি আমার এক আত্মীয়ের পাসপোর্ট দিয়ে লন্ডনে যেতে চাইছিলাম। এরপর আমি দুই দিন কারাভোগ করি। আদালতে আমি দোষ স্বীকার করা আদালত আমাকে মুক্তি দিয়েছেন। এজন্য আমি সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

মাদক মামলায় প্রায় দেড়মাস জেলখেটে মুক্তি পেয়েছেন সিলেটের গোয়ালাবাজারের জান্নাত ফেরদৌস পপি। তিনি বলেন, ‘সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আমাকে একজন মাদক বিক্রি করার জন্য পাঠায়। আমি অভাবের কারণে মাদক বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ি। এরপর দেড়মাস কন্যা সন্তানকে নিয়ে জেলে ছিলাম। পরে আমি আমার অপরাধের কথা আদালতে স্বীকার করার পর আদালত আমাকে মুক্তি দেন। এখন থেকে আর এসব অপরাধে নিজেকে জড়াবো না। মুক্তি পেয়ে খুবই আনন্দ লাগছে।’