সিলেটে বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটসিলেট নগরীর যতরপুর এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে কোতোয়ালি থানায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (১৭ সেপ্টেম্বর) এসআই কৃষ্ণপদ রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর- ৩০। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।

ওসি জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এখলাসুর রহমান মুন্নাকে। অন্যান্য আসামিরা হলেন– ফাহিম আহমদ চৌধুরী, ফয়সাল আহমদ, কাওসার আহমদ, ফাহিম আহমদ উরফে টিটু আহমদ, ফরিদ আলী, তানভির আহমদ, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাহের চৌধুরী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, আজমল বক্ত সাদেক, আরিফ আহমদ নেহাল, জাকির হোসেন, গোলাম আহমদ সেলিম চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহমদ, তোফায়েল আহমদ, এনামুল হক, তানভির আহমদ চৌধুরী, আশরাফ উদ্দিন রাজিব, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাস, মাহবুবুল আলম সৌরভ, আবদুল্লাহ আল মামুন পারভেজ, ফাহিম রহমান মৌসুম, আনোয়ার হোসেন রাজু, বোরহান উদ্দিন রাহেল, ইমরান আহমদ চৌধুরী, রাইসুল ইসলাম সনি, ময়নুল ইসলাম, মকসুদ আহমদ, জুবের আহমদ জুবের, ফয়জুর রহমান, রুবেল আহমদ, চৌধুরী মোহাম্মদ সুহেল, আফছর খান, ইমদাদুল হক স্বপন, মাসুক আহমদ, রাশেদুর রহমান রাশেদ, কবীর আহমদ উজ্জল, হোসাইন আহমদ, ছদরুর ইসলাম লোকমান, তাজুল ইসলাম সাজু, আবু কাহের রাশেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাবির সাকি, রুবেল ইসলাম, মিরাজ ভুইয়া পলাশ, সামছুদ্দিন সামসুল, সুহেব আহমদ, শাকিল মোর্শেদ, নাবিল রাজা চৌধুরী ও আব্দুল করিম জোনাক।

ওসি আরও জানান, পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ মুন্নাসহ গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।