শাবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর)। ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি আবেদনের সময় আরও বাড়ানো হবে না, তবে সবার সঙ্গে  আলোচনা সাপেক্ষে টাকা পেমেন্টের ক্ষেত্রে কয়েক ঘণ্টা বাড়ানো যেতে পরে বলে জানান তিনি।

গত ২ সেপ্টেম্বর থেকে শাবির ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শাবির ওয়েবসাইট www.admission.sust.edu/ এর মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া (www.admission.sust.edu/admissionprocedure.pdf ;) এ ভর্তি নির্দেশিকা পাওয়া যাবে। আর ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে।

প্রসঙ্গত,  আগামী ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।