সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকভুক্ত পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা

সিলেট নগরের মাদক জোন বলে খ্যাত কাষ্টঘর এলাকার র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, বিদেশি ও দেশিয় চোলাই মদসহ ২৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার (১১ নভেম্বর) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার পাঁচ মাদক ব্যবসায়ীই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত।

র‌্যাব তাদের কাছ থেকে ২১৬০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, অফিসার চয়েজ ৬০ বোতল, দেশীয় চোলাই মদ ৫ লিটার এবং মাদক বিক্রির ৫ লাখ ৬৩ হাজার ২৫৩ টাকা উদ্ধার করে।

এরআগে শুক্রবার (১০ নভেম্বর) রাতে র‌্যাবের-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমের নেতৃত্বে মেজর এসএম সাজ্জাদ হোসাইন,  মেজর মো. শওকাতুল মোনায়েম, লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার, সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস, এএসপি মো. আফজাল হোসেন, এএসপি নাহিদ হাসান অভিযান চালান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কাষ্টঘর সুইপার কলোনির মৃত বাউনা লালের ছেলে পাপ্পু লাল (২৫), মৃত মন্টু খানের ছেলে আজগর খান (৪২), বোয়া লালের ছেলে মিঠুন লাল (২২), তুফান লালের ছেলে বাদল দাস (৩৫) এবং  বাদল দাসের স্ত্রী স্বপনা দাস লাবিয়া (৩০)।

সিলেট র‌্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান (গণমাধ্যম) জানান, র‌্যাবের বিশেষ একটি দল নগরের কাষ্টঘর এলাকার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ ৫ লাখ ৬৩ হাজার ২৫৩ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত ২৯ জনের মধ্যে ৫ জনই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।