মৌলভীবাজার-৩ আসন থেকে আ.লীগের মনোনয়ন চান দেবর-ভাবি

প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়েরা মহসীন ও তার ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী

মৌলভীবাজার সদর ও রাজনগর দুইটি উপজেলা মিলে মৌলভীবাজার ৩ আসন। এই আসন থেকে একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন পত্র কিনে জমা দিলেন দেবর-ভাবি। তারা হলেন মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের এমপি ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়েরা মহসীন এবং তার ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী। মৌলভীবাজার-৩ আসন থেকে একই পরিবারের দুই জনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি নিয়ে দলের ও স্থানীয় ভোটারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে সৈয়দা সায়রা মহসিন মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমার দেবর এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেও তিনি তো সঙ্গে দলের সঙ্গে জড়িত নন। এই আসন থেকে আটজন মনোনয়নপত্র কিনেছেন, তারা জমাও দিয়েছেন। তবে মনোনয়নপত্র যে কেউ চাইতে পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’

অন্যদিকে সৈয়দ লিয়াকত আলী বলেন, 'আমার ভাইয়ের মৃত্যুর পর যখন এই আসনটি শূন্য হয়, আমি তখনই এ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে চেয়েছিলাম। কিন্তু আত্মীয়-স্বজনের অনুরোধে তখন ভাবিকে ছেড়ে দিয়েছিলাম। এবার আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমার হাতে নৌকার দায়িত্ব তুলে দিবেন।’

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বরে এ আসন থেকে নির্বাচিত এমপি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনে তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বি নির্বাচিত হন।