শাবিতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থা




শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উপস্থিতি নিশ্চিতের প্রক্রিয়া চলছে। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা ও কর্মচারীদর আঙ্গুলের ছাপ ও ছবি সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে কর্মসূচির উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ‘সরকারর ডিজিটালাইজেশন কর্মসূচির অংশ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হবে। এর মাধ্যমে অফিসে কাজের গতি ও স্বছতা বৃদ্ধি পাবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ.ন.ম জয়নাল আবেদিন, পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবর রহমান, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।