যুদ্ধাপরাধী কায়সারের মৃত্যুদণ্ড বহালের দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধাদের মানববন্ধনযুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ মো. কায়সারের রায় আপিলেও বহাল রাখার দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ অংশ নেন। পরে মিছিলটি মাধবপুর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে বক্তব্য রাখেন—সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফুল মিয়া, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায় ও চুনারুঘাট উপজেলা কমান্ডার আব্দুস সামাদ। তারা সৈয়দ মো. কায়সারের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি জানান।
মুক্তিযোদ্ধাদের মিছিলউল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সৈয়দ মো. কায়সারকে বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড এবং একইসঙ্গে ২২ বছরের কারাদণ্ড দেন। ২০১৫ সালের ১৯ জানুয়ারি এ রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি পক্ষ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আপিলের রায় ঘোষণার কথা রয়েছে।