লালাখাল চা বাগান থেকে লজ্জাবতী বানর উদ্ধার

চা বাগান থেকে লজ্জাবতী বানর উদ্ধার

সিলেটের লালাখাল চা-বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।  সোমবার (২০ জানুয়ারি) সকালের দিকে লজ্জাবতী বানরটি আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বানরটি উদ্ধার করে।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বানরটি শারীরিকভাবে দুর্বল। সুস্থ হওয়ার পর বানরটিকে অবমুক্ত করা হবে।

তিনি জানান, সিলেটের লালাখাল এলাকায় স্থানীয় জনতার লজ্জাবতী বানরটি আটক করে। পরে শ্রীমঙ্গলের সোনাছড়া চা-বাগানের ইউপি সদস্য সিউধনী কুর্মীর সহযোগিতায় বানরটি উদ্ধার করা হয়।