বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সোহেল মিয়া (৩২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সদর উপজেলার শান্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন সোহেল মিয়া। একই সময় ঢাকা থেকে সুনামগঞ্জগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শান্তিগঞ্জ আসার পর সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক সোহেল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। অটোরিকশায় তিনি একাই ছিলেন।

সোহেল মিয়ার বাড়ি সিলেটের লালাবাজার এলাকায়। তিনি সুনামগঞ্জে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মামুন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।