লকডাউনে সিলেটের আদালত চলবে দুজন ম্যাজিস্ট্রেটে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন মেনে শুরু হয়েছে সিলেট আদালতের কার্যক্রম। সোমবার (৫ এপ্রিল) সকালে সিলেটের আদালতে বিচার প্রার্থীদের উপস্থিতি কিছুটা বেশি থাকলেও আইনজীবীদের উপস্থিতি কম ছিল। সেই সঙ্গে সিলেটের অধিকাংশ আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লকডাউন চলাকালে শুধু দু’জন ম্যাজিস্ট্রেট দিয়ে পরিচালনা করা হবে আদালতের কার্যক্রম।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বলেন, লকডাউনের মধ্যে আদালতের কার্যক্রম কিছুটা স্থবির রয়েছে। সিলেট মেট্রোপলিটন এলাকার জন্য একজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আর জুডিশিয়াল আদালতের কার্যক্রম পরিচালনা করবেন আরেকজন ম্যাজিস্ট্রেট। এই দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আপাতত চলবে সিলেট আদালতের কার্যক্রম। লকডাউনের এক সপ্তাহ পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন ভার্চুয়াল পদ্ধতি বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, সিলেটের আদালত হাইকোর্টের নির্দেশনা মোতাবেক চলবে। এছাড়াও হাইকোর্ট বিভাগ থেকে লকডাউন চলাকালে জামিন শুনানি, রিট, জামিনের আবেদনসহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্টদের সুবিধার জন্য দুই সপ্তাহ সময় বাড়ানো হয়েছে।