ভূমিকম্পে কাঁপলো সিলেট

ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট এলাকা। শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিট এ ভূকম্পন অনুভূত হয়। এর পর সকাল ১০টা ৫১ মিনিট এবং সাড়ে ১১টায় পুনরায় ভূকম্পন অনুভূত হয়; আবহাওয়াবিদরা বলছেন, এটা প্রথম ভূকম্পনের আফটার শক। 

সিলেট আবহাওয়া অফিস সঙ্গে সঙ্গে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। তবে ঢাকা আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে সিলেট এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিলেটে ১৪ মিনিটের ব্যবধানে দুই বার এবং সাড়ে ১১টার দিকে আবারও মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঢাকা আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, সিলেটে সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম ভূমিকম্প  হয়। এরপর দুই-তিন বার আফটার শক হয়েছে।