চাঁপাইনবাবগঞ্জ ফেরতদের করোনা শনাক্ত, শ্রীমঙ্গলে একটি এলাকা লকডাউন

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি এলাকা লকডাউন করা হয়েছে। শহরতলীর সিন্দুরখান রোডের এলাহী জামে মসজিদের সামনের মার্কেট থেকে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এ এলাকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দিবাগত রাত (৩ জুন) দেড়টার দিকে ওই এলাকা লকডাউন করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দীন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, এসআই আসাদুর রহমানসহ সংগীয় ফোর্স ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত চার দিনে শ্রীমঙ্গলে ২০ জন করোনা রোগী শনাক্ত হন। এরমধ্যে লকডাউন এলাকায় শনাক্ত হন ১৮ জন। এর মধ্যে ১২ জন’ই চাঁপাইনবাবগঞ্জের লোক। তারা দীর্ঘদিন থেকে ভ্যান ও ঠেলাগাড়ি দিয়ে ফেরি করে প্লাস্টিক সামগ্রী বিক্রি করেন ওই এলাকায় একটি বাসায় বসবাস করে। ঈদের পর গত ২০ মে তারা বাড়ি থেকে শ্রীমঙ্গলে আসেন।

লকডাউন শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন বলেন, সিন্দুরখান রোডের একটা অংশ লকডাউন করা হয়েছে। ওই এলাকায় কোনোভাবেই জনসমাগম করা যাবে না। দোকান-পাটসহ সব প্রতিষ্টান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও কঠোর লকডাউন করা হতে পারে বলেও তিনি জানান।