সুনামগঞ্জের বাংলাবাজারে আগুন, দেড় কোটি টাকার ক্ষতি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ফলে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান ও মাল রাখার গুদাম।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এলাকাবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিস দুই ঘণ্টা পর আসার কারণে অগ্নিকাণ্ডে বেশি ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে বাংলাবাজারে জিল্লুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে প্রথমে আগুন লাগে। জিল্লুর রহমান ডিজেল, কেরোসিন, পেট্রোল, সার, বীজ, কীটনাশক প্রভৃতি পণ্য বিক্রি করতেন। মুহূর্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে আগুনে পুড়ে যায় জিল্লুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ মিয়া ও বাবু মিয়ার দোকান। এতে দেড় কোটি টাকার মালামাল পুড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জিল্লুর রহমান; তার ৭৫ লাখ টাকার মাল আগুনে পুড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, দোয়ারাবার উপজেলা ফায়ার সার্ভিসের গাড়ি এলেও আগুন নেভাতে কোনও কাজে লাগেনি। আগুন লাগার দুই ঘণ্টা পর গাড়ি বাজারে আসে। তাই ক্ষতি বেশি হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাবে না।